কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আটক ৫


প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৬

ঝিনাইদহে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা ও মাদক উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাছের আড়ৎ থেকে তাদের আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের বারোবাজার মাছের আড়তে অভিযান চালায় র‌্যাব।

এ সময় বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তার দুইভাইসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ককটেল, ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসায় করে আসছিল বলেও জানায় র‌্যাব।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।