কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আটক ৫
ঝিনাইদহে এক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে হাতবোমা ও মাদক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বারোবাজার মাছের আড়ৎ থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের বারোবাজার মাছের আড়তে অভিযান চালায় র্যাব।
এ সময় বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তার দুইভাইসহ মোট পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ককটেল, ফেনসিডিল, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসায় করে আসছিল বলেও জানায় র্যাব।
আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর