শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু


প্রকাশিত: ১০:২১ এএম, ২৮ অক্টোবর ২০১৬

ঝিনাইদহের শৈলকুপায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত জাহাঙ্গীর শিকদার ফরিদপুর মেডিকেলে মারা গেছে। গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) সাপখোলা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার ৮দিন পর শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ইউপি নির্বাচনের পর থেকে ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ও পরাজিত প্রার্থী মফিজ উদ্দিনের সমর্থক-কর্মীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ইউনিয়নের সাপখোলা গ্রামে ২০ অক্টোবর হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে।

এতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর হোসেন গুরুতর আহত হন। ঘটনার ৮দিনের মাথায় শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।  

Jhenidah

নিহতের পরিবারের অভিযোগ নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেনের লোকজন অতর্কিত তাদের বাড়িতে হামলা চালিয়ে মারাত্মক আহত করে জাহাঙ্গীরকে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাপখোলা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ ও লুটপাটের আশংকা করছে এলাকাবাসী। অনেককে বাড়ি ঘর থেকে ঘরের আসবাবপত্র, সরঞ্জাম সরিয়ে নিতে দেখা গেছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।