জঙ্গিবাদ সৃষ্টির চেষ্টা করেছিল বিএনপি-জামায়াত
জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিকল্পনা বিএনপি-জামায়াত বাস্তবায়ন করতে পারেনি বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার বিকাল ৪টায় ঝালকাঠি পুলিশ লাইন মিলনায়তনে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হরতাল, অবরোধ ও পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, তারাই ধর্মান্ধতার আশ্রয় নিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করে আইন-শৃঙ্খলার অবনতির চেষ্টা করেছিল। সরকারের দৃঢ়তার কারণে তাদের সকল পরিকল্পনা ব্যর্থ হয়েছে। বিএনপি-জামায়াতের মানুষ পুড়িয়ে আন্দোলন সফল হয়নি বলেও দাবি করেন শিল্পমন্ত্রী।
সমাবেশে প্রধান আলোচক ছিলেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক। জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ও পিপি অ্যাড. আ. মন্নান রসুলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, ভারপ্রাপ্ত ডিআইজি আকরাম হোসেন প্রমুখ।
আতিকুর রহমান/এআরএ/এমএস