জঙ্গিবাদ দমনে পুলিশের সফলতা বিশ্বব্যাপী প্রশংসিত: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, বিশ্বের অনেক দেশে আছে জঙ্গিবাদ সমস্যা। জঙ্গিরা বেছে বেছে নিরীহ জনগণকে হত্যা করে। মানবতা ও ধর্মের বিরুদ্ধে জঙ্গিবাদের অবস্থান। এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের যে সফলতা তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় ঝালকাঠি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, বিশ্বব্যাপী প্রশংসিত হওয়ার পরও দেশের একটি কুচক্রী মহল জঙ্গিবাদ দমন না করে বরং তাদের উসকে দিচ্ছে। এই উসকানি দাতাদের প্রতিহত করতে হবে। অনেকে বলেন, জঙ্গিদের গ্রেফতার না করে, কেন হত্যা করা হয়? পুলিশের উপর যখন জঙ্গিরা হামলা চালায় তথন গুলি করা হয়। ২০১৩ সালে বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করে দেশে গুপ্তহত্যা চালিয়েছে। তারা ১৬ জন পুলিশ সদস্যকে হত্যা করেছে। এদের বিচার হওয়া উচিত।
আইজিপি আরো বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে এখন পর্যন্ত এদেশের জন্য পুলিশের অনেক অবদান রয়েছে। বিভিন্ন পেশার মানুষদের ঐক্যবদ্ধ করে কমিউনিটি পুলিশিংয়ের কাজ করলে দেশ থেকে মাদক, জঙ্গিবাদসহ সকল ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব। জঙ্গি নির্মূলের ব্যাপারে পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান তিনি।
ঝালকাঠি জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভপতি ও পিপি আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, বরিশালের ভারপ্রাপ্ত ডিআইজি মো. আকরাম হোসেন প্রমুখ।
আতিকুর রহমান/এআরএ/এমএস