মাগুরায় পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহত


প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৫

মাগুরার শালিখা উপজেলার সীমাখালি এলাকায় পুলিশের ওপর পেট্রল বোমা ও ককটেল ছোঁড়ার সময় গুলিতে মশিউর রহমান নামে বিএনপির স্থানীয় এক নেতা নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে মাগুরা-যশোর সড়কে এ ঘটনা ঘটে। মশিউর রহমান শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সন্ধ্যায় সীমাখালির হাসানবাড়ি মোড় ও আসাদ জুটমিলের মাঝামাঝি এলাকায় রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যায় শালিখা থানা পুলিশ।

এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ও ককটেল ছুঁড়ে মারে অবরোধকারীরা। এতে ৫ পুলিশ সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে ৫ রাউন্ড সর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায় তারা।

এর কিছুক্ষণ পর ঘটনাস্থলের পাশে একটি ঝোঁপের মধ্য থেকে শতখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।