ফেনীতে বিদেশি পিস্তল ও শাটারগানসহ আটক ২
ফেনীতে দুটি বিদেশি পিস্তল ও দুটি ওয়ান শাটারগান গুলিসহ নাজিম উদ্দিন শাকিল (২৬) ও আবদুর রশীদ সুরুজ (২৮) নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে (র্যাব-৭) সদস্যরা।
শনিবার রাতে ফেনী সদরের দেবীপুর রাস্তার মাথা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটক নাজিম উদ্দিন শাকিল ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছার এলাকার নাসির মেম্বারের ছেলে ও আবদুর রশীদ সুরুজ ও একই এলাকার মৃত ছোলায়মানের ছেলে।
র্যাব-৭ এর উপ-পরিচালক শাফায়াত জামিল ফাহিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীপুর রাস্তার মাথায় অভিযান চালায় র্যাব। এ সময় তাদের দুইজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল তিন রাউন্ড বুলেট ও দুটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে ফেনী মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেছে বলেও জানান পরিচালক শাফায়াত জামিল ফাহিম।
জহিরুল হক মিলু/এএম/পিআর