শিক্ষা অফিসের কর্মকর্তার হাতে ইউএনও লাঞ্ছিত


প্রকাশিত: ০১:১৯ পিএম, ৩০ অক্টোবর ২০১৬
ক্যাপশন: রমেন্দ্র নাথ বিশ্বাস

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ডিউটিকে কেন্দ্র করে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমাকে লাঞ্ছিত করেছেন শিক্ষা অফিসের এক কর্মকর্তা।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা জানান, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ডিউটি দেয়া হয় উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাসকে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে কথা বলতে আসেন অফিসে। একপর্যায়ে উত্তেজিত হয়ে তিনি আমাকে লাথি মারেন।

উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সপেক্টর রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, আমি ডিউটি বাতিল করার জন্য একাধিবার অনুরোধ করেছি। অনুরোধ রক্ষা না করায় তাকে লাথি মেরেছি। এটা করা আমার ভুল হয়েছে, আমি মাফ চেয়েছি।

এনিয়ে দুপুর ১২টার দিকে উপজেলায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতা, পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে রমেন্দ্র নাথ বিশ্বাসকে আটক করে ভেড়ামারা মডেল থানা পুলিশ।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, ইউএনও স্যার অভিযোগ করেছেন। তার অভিযোগের ভিত্তিতে রমেন্দ্র নাথকে আটক করা হয়েছে।

আল-মামুন সাগর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।