রাঙামাটির রিজার্ভবাজারে আগুন, নিহত ১
রাঙামাটি শহরের রিজার্ভবাজারে আগুনে পুড়ে গেছে অন্তত তিনটি দোকান ও একটটি বসতঘর। এ সময় আগুনে পুড়ে একজন মারা গেছেন বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো রুবেল (২৬)। তিনি জনৈক আবু কেরানীর পুত্র এবং পুড়ে যাওয়া মুদি দোকানের মালিক বলে জানিয়েছেন স্থানীয়রা। তার গ্রামের বাড়ী চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার সৈয়দপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে রিজার্ভবাজার মসজিদ কলোনী এলাকায় জনৈক মুছা সওদাগরের বসতঘর, একটি আসবাবপত্রের দোকান ও আসবাবপত্র নির্মাণের কারখানা ও লাগোয়া একটি মুদি দোকান থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
তবে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকান ও বসত পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাণান্ত চেষ্টায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে রুবেল নামের এক তরুণ দোকানি পুড়ে মারা যান।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. ইলিয়াছ জানান, ঠিক কোন উৎস থেকে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। রাতেই জেলা প্রশাসক মো. সামুসল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে থাকা কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ একজন আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিএ/আরআইপি