ইউপির স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ শুরু


প্রকাশিত: ০২:৫২ এএম, ৩১ অক্টোবর ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়েছে। এছাড়া যেসব ইউপিতে প্রার্থীরা সমভোট পেয়েছেন সেগুলোসহ কিছু ইউপিতে পুনঃভোটও গ্রহণ করা হচ্ছে।

সোমবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা গেছে, আজ ৫২ ইউনিয়নে পুনঃভোট, ৩৫০ স্থগিত ভোটকেন্দ্র ও সমভোট পাওয়া ৬৫ ইউনিয়নের ৯৫টি ভোট কেন্দ্রের ফলাফলে এগিয়ে দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটগ্রহণ করা হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।