ফরিদগঞ্জে অস্ত্র ও বোমাসহ ৪ ছাত্রলীগকর্মী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৩:০৬ এএম, ৩১ অক্টোবর ২০১৬

চাঁদপুরের ফরিদগঞ্জে দেশীয় অস্ত্র ও চকলেট বোমাসহ ৪ ছাত্রলীগ কর্মী ও সিএনজিচালককে আটক করেছে পুলিশ। রোববার রাত ১০টায় ফরিদগঞ্জের আলোনিয়া ভোটকেন্দ্র এলাকায় সিএনজিতে যাওয়ার সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করে।

আটকরা হলেন, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সহসভাপতি মাহবুব হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহাইমিন সারোয়ার এবং এক সিএনজিচালক।

এদিকে, ছাত্রলীগ কর্মীদের আটকের খবরে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফরিদগঞ্জ থানার বাজার মোড়ে এসে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
 
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, আটকদের কাছ থেকে ৮টি দেশীয় অস্ত্র ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। তাদেরকে ফরিদগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছিল।

## 4 BCL activists detained with arms, bombs

ইকরাম চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।