ফেনীতে বিএনপি ও জাসদ প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৫৫ এএম, ৩১ অক্টোবর ২০১৬

ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ফেনীর বালিগাঁওয়ে বিএনপি প্রার্থী আমিনুল করিম ফয়েজ, মুন্সিরহাটে বিএনপি প্রার্থী আবু হানিফ বাবু ও আমজাদহাট ইউনিয়নের জাসদ প্রার্থী গোলাম জব্বার পল্টু ভোট বর্জন করেছেন।

এদিকে ধর্মপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী সাহাদাত হোসেন সাকা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজহারুল হক আরজু কেন্দ্র দখল ও সংঘর্ষের জন্য এক অপরকে দায়ী করেছেন।

প্রসঙ্গত, ফেনীর ১১ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়নগুলো হলো- ফেনী সদর থানার ধর্মপুর, বালিগাঁও, ফুলগাজী থানার আনন্দপুর, দরবারপুর, মুন্সিরহাট, ফুলগাজী সদর, জিএমহাট, আমজাদহাট পরশুরাম থানার মিজানগর, চিথলিয়া ও বক্সমাহমুদ।

ফুলগাজীর আনন্দপুর ও দরবারপুরে চেয়ারম্যান পদে এবং পরশুরামে চিথলিয়া, মির্জানগর, বক্সমাহমুদ ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

জহিরুল হক মিলু/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।