পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়নে বিএনপি প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ৩১ অক্টোবর ২০১৬

কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল করিম প্রধান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন আচরণবিধি লঙন করে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়। এছাড়াও ব্যালট পেপারে জোরপূর্বক সিলমারে।

তিনি আরো বলেন, দীর্ঘ ৬৮ বৎসর পর বিলুুপ্ত ছিটমহল বাসীর প্রাণের আকাঙ্ক্ষা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে তাদের মনোনীত জনপ্রতিনিধি নির্বাচন করবে। কিন্তু তার বিপরীতে রক্তাক্ত নির্বাচন উপহার আমার জন্য কাম্য নয়। তাই নির্বাচনের নামে তামাশার আর প্রহসনের নির্বাচন বর্জন করলাম।

রবিউল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।