বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঝিনাইদহে মহেশপুর উপজেলার ১নং এসবিকে ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে ইকো পাকের্র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ইকো পাকের্র ভিত্তিপ্রস্তর এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি চৌধুরী রওশন ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আতিয়ার রহমান আতি ১নং এসবিকে ইউনিয়নের চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ২নং ফতেপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফশিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সরকারি ডিগ্রী কলেজের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।
আহমেদ নাসিম আনসারী/এফএ/পিআর