স্ত্রী হত্যার দায়ে প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০১ নভেম্বর ২০১৬

কুষ্টিয়ায় পরকীয়া প্রেমের জের ধরে স্ত্রীকে কেরাসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে প্রকৌশলী স্বামী এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. বারেকুজ্জামান এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ভেড়ামারা বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী এরশাদ হোসেন বিপু ২০০৮ সালের ৬ এপ্রিল বিকেল ৫টার দিকে পরকীয়া প্রেমের জের ধরে তার স্ত্রী শিখাকে কুষ্টিয়া শহরের হাউজিং এর নিজ বাড়িতে গায়ে কেরাসিন ঢেলে পুড়িয়ে হত্যা করেন।

এ ঘটনায় শিখার বাবা মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে এরশাদ হোসেন বিপু, তার ছোটভাই ইফতিয়ার হোসেন বিজু ও পরকীয়া প্রেমিকা রাশেদা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার বিজ্ঞ আদালত বাকি দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করে নিহত গৃহবধূ শিখার স্বামী আসামি এরশাদ হোসেন বিপুকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদানের এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অধ্যাপক আমিরুল ইসলাম।   

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।