ঝালকাঠিতে হত্যা মামলার আসামি গ্রেফতার
ঝালকাঠি সদর উপজেলার কালিআন্দার গ্রামের সাবেক বিডিআর সদস্য আবুল কাশেম হত্যা মামলার ২ নং আসামি বিএনপি নেতা মো. আব্দুল জলিল খানকে (৫০) গ্রেফতার করা হয়েছে।
সিআইডি ঝালকাঠি ক্যাম্প উপপরিদর্শক (এসআই) ফিরোজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বাউকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে আবুল কাশেম নামের বিডিআর সদস্য নিহতের ঘটনায় ছেলে জাহাঙ্গির হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। মামলায় আব্দুল জলিলকে ২ নং আসামি করা হয়েছে।
গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে রিমান্ডের আবেদন জানিয়ে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি