গাংনীতে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর
মেহেরপুর জেলার গাংনীতে পরিবেশ অধিদফতর তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ ড্রাম চিমনী গুড়িয়ে দিয়েছে।
বুধবার দুপুরে বন ও পরিবেশ অধিদফতরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময় গাংনী উপজেলার ধানখোলা এলাকার আস্থা ব্রিকসকে ৭০ হাজার টাকা, দোয়েল ব্রিকসকে ৫০ হাজার টাকা ও পান্না ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করে এবং উভয় ব্রিকস ফায়ার সার্ভিসের মাধ্যমে চিমনি ভেঙে গুড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাস্থলে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদফতরের সিনিয়র কেমিস্ট মিজানুর রহমানসহ ফায়ার সার্ভিসের কর্মী ও বিপুল সংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ আইন অনুসারে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ও ড্রামের চিমনি গুড়িয়ে দেওয়া হয়।
আল-মামুন সাগর/এফএ/পিআর