নিম্নচাপের প্রভাবে ভোলায় দিনভর বৃষ্টিপাত


প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৫ নভেম্বর ২০১৬

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় দিনভর বৃষ্টিপাত হচ্ছে। শনিবার দুপুর পর্যন্ত জেলায় ৪৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। জেলায় ৪ নম্বর সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে।
 
বৃষ্টি ও মাঝারি ধরনের বাতাসে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। জেলা সদরের কিছু কিছু এলাকার পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলো নিরাপদ আশ্রয়ে চলে এসেছে।

ভোলা আবহাওয়া অধিদফতরের সিনিয়র অবজারভার মো. আনোয়ার হোসেন বলেন, দুপুর পর্যন্ত ৪৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এ বৃষ্টি সারাদিন অব্যাহত থাকবে। এছাড়া সেখানে ৪ নম্বর সতর্কতা সঙ্কেত জারি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে টানা বর্ষণের কারণে জেলার জনবসতিপূর্ণ উপকূলীর ছোট ছোট দ্বীপচর ও দ্বীপ এলাকা প্লাবিত হয়েছে। বাঁধের বাইরের বেশ কিছু এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।
 
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে ভোলার নদ নদীর পানি উত্তাল হয়ে উঠেছে, ৬৫ ফুটের নিচে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা জুড়ে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতারের পাশাপাশি দমকা হাওয়া বাইছিলো। এতে উপকূলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।