আখ কাটাকে কেন্দ্র করে তীরবিদ্ধ ৯ পুলিশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ কাটাকে কেন্দ্র করে খামার শ্রমিক-ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৯ পুলিশ কর্মকর্তাসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রচিক কর্মচারী-শ্রমিকরা সাহেবগঞ্জ ইক্ষু খামারে আখ কাটতে যান। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৫-২০ জন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় আধিবাসী সাঁওতালদের ছোড়া তীরবিদ্ধ হয়ে ৯ পুলিশ সদস্য আহত হন। এছাড়া শ্রমিক-কর্মচারী ও অবৈধ দখলদারসহ অন্তত ৩০ জন আহত হন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষ ও তীরবিদ্ধ হয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের এসআই, এএসআইসহ ৯ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে বাগদাকাটা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
জিল্লুর রহমান পলাশ/এএম/আরআইপি