মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার নিহত


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ০৭ নভেম্বর ২০১৬

মাগুরা সদর উপজেলার আলমখালি বাজার এলাকায় পুলিশের সঙ্গে `বন্দুকযুদ্ধে` শওকত মণ্ডল (৩৮) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

রোববার রাত ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জাগো নিউজকে জানান, মাগুরা-ঝিনাইদহ সড়কের পশ্চিম রামনগর পার্কিং নামক স্থানে একদল ডাকাত রাস্তার উপর গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিন পুলিশ কনস্টেবল আহত হন।

পরে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাত দল পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল তল্লাশিকালে ডাকাত সরদার শওকত মণ্ডলকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডাকাত সরদার ফরিদপুর জেলার মধুখালীর মৃত ময়েন উদ্দিনের ছেলে। তার নামে মধুখালি থানায় ৫টি ও বোয়ালমারী থানায় ১টি ডাকাতি মামলা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আরাফাত হোসেন/এফএ/এবিএস









পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।