খেলতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু


প্রকাশিত: ০৭:০৯ এএম, ০৭ নভেম্বর ২০১৬

ঝিনাইদহে খেলতে গিয়ে শুভ্র পাল (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার টিকেরী বাজারে এ ঘটনা ঘটে।

শুভ্র পাল জিতড়ভবানীপুর গ্রামের পল্লী চিকিৎসক ভবানী পালের ছেলে এবং সারা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে শুভ্র টিকারী গ্রামের সারা প্রি-ক্যাডেট স্কুলে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় শুভ্র বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে ক্রিকেট বল পাশের ঘরের চালায় আটকে যায়।

পরে বলটি আনতে ওই ঘরের চালায় উঠতে গেলে তার মাথায় ইট খুলে পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ্রর মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।