গাইবান্ধায় পুলিশের ওপর হামলা : ৩৫০ জনের বিরুদ্ধে মামলা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে ৯ পুলিশ সদস্যের ওপর হামলা ও তীরবিদ্ধের ঘটনায় ৩৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) কল্যাণ চক্রবর্তী বাদী হয়ে ৩৮ জনের নাম উল্লেখ ও ৩১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেন।
সোমবার বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় রোববার রাতে একটি মামলা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রোববার সকালে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী পুলিশ পাহারায় (বাগদা-কাটা ফার্ম) এলাকায় আখ কাটতে যান। এ সময় আধিবাসী (সাঁওতাল) ও কতিপয় স্থানীয় দখলদার বাধা দেয়। একপর্যায়ে আধিবাসীরা (সাঁওতাল) তীর ধনুক ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও শ্রমিক-কর্মচারীর ওপর হামলা করে। এতে ৯ পুলিশ সদস্য তীরবিদ্ধ হন। এছাড়া কয়েক দফায় পুলিশ ও আধিবাসীসহ (সাঁওতাল) দখলকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অনন্ত ৩০ জন আহত হন।
জিল্লুর রহমান পলাশ/এএম/আরআইপি