রাশিয়ার সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে বিদ্যুতের দাম অর্ধেক হবে


প্রকাশিত: ০১:৩৩ পিএম, ০৭ নভেম্বর ২০১৬

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া বলেছেন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে রাশিয়ার সঙ্গে সরকারের যে চুক্তি হয়েছে তা বাস্তবায়িত হলে বিদ্যুতের দাম অর্ধেকে নেমে আসবে। আগামী ৩-৪ বছরের মধ্যে চুক্তিটি বাস্তবায়ন হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার দুপুরে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ফুলছড়ি উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যুৎ সংযোগ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সবাইকে আওয়ামী লীগের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে যে উন্নয়ন কাজ করছেন তা অব্যাহত রাখতে বিচ্ছিন্নভাবে না থেকে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিএইচএম ওয়াহেদুল হক, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক বোর্ড সভাপতি শামসুজ্জোহা বাবলু, ফুলছড়ি উপজেলা প্রকৌশলী একেএম আখতারুল আহসান প্রমুখ।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।