দেড় ঘণ্টা ডুবচরে আটকা ছিলেন নৌমন্ত্রীসহ শতাধিক নেতাকর্মী


প্রকাশিত: ০৬:২৯ এএম, ০৮ নভেম্বর ২০১৬
ফাইল ছবি

নৌমন্ত্রী শাজাহান খানসহ মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী প্রায় দেড় ঘণ্টা মাদারীপুরের শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের লৌহজং টার্নিং পয়েন্টের ডুবচরে ফেরিতে আটকা ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের ফেরিটি আটকা পড়ে। পরে দুপুর ১২টার দিকে স্পিডবোটের মাধ্যমে তাদের কাওড়াকান্দি ঘাটে পৌঁছে দেয়া হয়। সেখান থেকে তারা টুঙ্গীপাড়ায় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

এর আগে সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভায় অংশ নিতে এসব নেতাকর্মী টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা হন।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।