কুষ্টিয়ায় কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৯ নভেম্বর ২০১৬

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় নিজ বাসায় এক কলেজ শিক্ষক দম্পতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এ হামলা করা হয়।

গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আলী ইসা (৫২) ও কেএসএম কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক সামসুন্নাহার খানমকে (৪৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ জানায়, গত রাত সাড়ে ৩টার দিকে হাউজিং ই-৩৭১নং-এর নিজ বাড়িতে হঠাৎ ৪-৫ জন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই একজন রড দিয়ে আলী ইসাকে আঘাত করে। বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপাতে থাকে। এ সময় স্ত্রী সামসুন্নাহার এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।

পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত কলেজ শিক্ষক দম্পতিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে কারা কলেজ শিক্ষক দম্পতির ওপর এই হামলা চালিয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।