ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ


প্রকাশিত: ০২:৫১ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়হরণ নামক স্থানে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. মহিদুর রহমান জাগোনিউজকে জানান, বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ইঞ্জিনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে আনা হবে। এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।