বরগুনায় পুলিশের ভিন্ন উদ্যোগ


প্রকাশিত: ১১:০২ এএম, ১২ নভেম্বর ২০১৬

বরগুনার একাধিক নির্যাতিত নারীর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলী ও পরবর্তীতে যথাযথ পরামর্শের ভিত্তিতে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধ এবং নারীর নিরাপত্তায় বরগুনায় জেলা পুলিশের উদ্যোগে গঠন করা হয়েছে জাগরণী নামে ভিন্নধর্মী এক নারী সহায়তা কেন্দ্র।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ সহায়তা কেন্দ্রের সমন্বয়কারী রয়েছেন একজন নারী উপ-পরিদর্শক। শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্যতিক্রমী এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জুলফিকার আলী খান। উদ্বোধনী অনুষ্ঠানে বরগুনার নারী নেত্রী, আইনজীবী ও গণমাধ্যমকর্মীসহ জেলার সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন ।

জেলা পুলিশের সময়োপযোগী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান বলেন, প্রতিরোধের চেয়ে প্রতিষেধক শ্রেয়। তাছাড়া আইনি প্রক্রিয়ার মধ্যে বিশেষ করে মামলা চালু হয়ে যাওয়ার পর স্বামী-স্ত্রীর পুনর্মিলনের সম্ভাবনাটা অনেকটাই হ্রাস পায়। আর সংসার ভেঙে গেলে ক্ষতিগ্রস্থ হয় সন্তান-সন্ততিসহ সবাই। তাই যে কোনো বিবাদের শুরুতেই যদি তা থামিয়ে দেয়া যায় তবে তা ভুক্তভোগী পরিবারের জন্যে অনেক বেশি মঙ্গল বয়ে আনে।

বরগুনা জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যতিক্রমী এ সহায়তা কেন্দ্র নারীর প্রতি সহিংসতা রোধের পাশাপাশি নারীর নিরাপত্তায় নতুন এক মাত্রার যোগ করবে বলে আমি আশাবাদী। বরগুনা জেলা পুলিশের মত সারাদেশের জেলা পুলিশ এমন উদ্যোগ গ্রহণ করতে পারে। এতে হ্রাস পাবে নারী নির্যাতন। এগিয়ে যাবে বাংলাদেশ।

এ বিষয়ে বরগুনার জেলা ও দায়রা জজ মো. হাছানুজ্জামান বলেন, যে কোনো বিবাদ প্রাথমিকভাবে মিটিয়ে ফেলা সম্ভব হলে তার ক্ষতির পরিমাণও কম হয়। আদালতেও বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে।

জেলা পুলিশের এ উদ্যোগকে একটি ভিন্নধর্মী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উদ্যোগটি সঠিকভাবে পরিচালিত হলে নারী নির্যাতনের হার কমে আসবে। কমবে মামলার জটলাও।

পুলিশ সুপার বিজয় বসাক বলেন, মামলা পরিচালনার সামর্থ নেই অথবা মামলায় আগ্রহী নন এমন দরিদ্র, অসহায় ও নির্যাতিত নারীদের দুর্দশা লাঘবে পুলিশিং সেবার মধ্য দিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এ সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, স্বামী-স্ত্রীর অসহিষ্ণু আচরণ এবং  ছোটখাট দাম্পত্য সমস্যা, পারিবারিক, সামাজিক, শারীরিক ও মানসিক সমস্যা, ইভটিজিং ও বখাটেদের উৎপাত, স্ত্রী-সন্তানের খোঁজ-খবর না রাখা ও খোরপোষ না দেয়া ইত্যাদি বিষয় নিয়েও কাজ করবে জাগরণী নারী সহায়তা কেন্দ্র।

সাইফুল ইসলমা মিরাজ/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।