পল্লী বিদ্যুতের যত্রতত্র খুঁটিতে জনদুর্ভোগ


প্রকাশিত: ০৬:৩০ এএম, ১৫ নভেম্বর ২০১৬

কাউখালী বন্দরের রাস্তার উপর অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসী বারবার বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসের জানালেও তারা কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে।
 
উপজেলার মূল সড়কসহ বিভিন্ন সড়কে ৭-৮টি সিমেন্টের পিলার থাকায় রিকশা, গাড়ি, মোটসাইকেল কিংবা প্রাইভেটকার কোনো কিছুই স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ।

উপজেলা সড়কের থানার মোড়ে বিপজ্জনক খুঁটিটি থাকার ফলে সম্প্রতি উত্তর বাজার সকাল-সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে বিলম্ব হওয়ায় অনেকগুলো দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তখন থেকেই এই পিলার অপসারণের দাবি উঠলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

এছাড়া পোস্ট অফিসের মোড়, দক্ষিণ বাজার সংযোগ সড়কের সামনে, সাব-রেজিস্ট্রি অফিসের সামনের সংযোগ সড়কের উপর, উত্তর বাজার সকাল সন্ধ্যা মিষ্টির দোকানের সামনে, বালিকা বিদ্যালয়ের সামনের রাস্তার উপর পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটি থাকায় সার্বক্ষণিকভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষ ও যান বাহনগুলোকে।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির এম ব্রজ গোপাল দেবনাথ জানান, উপজেলা কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন কিংবা অভিযোগ পেলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা চেয়ারম্যানে এস.এম আহসান কবির বলেন, বিষয়টি আইনশৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করা হয়েছে। পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তার উপর থেকে সরানোর জন্য পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারের নিকট লিখিতভাবে শিগগিরই জানানো হবে।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।