মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে ভান্ডারিয়ায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:২১ এএম, ১৬ নভেম্বর ২০১৬

পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ছালাম খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ ও মানববন্ধ করেছে ভান্ডারিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

স্থানীয় শহীদ মিনার সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্ত্যব রাখেন ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মন্নান বিশ্বাস, ভিটাবাড়ীয়া মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আব্দুল কাদের মুন্সী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি শিমুল রেজা ও যুবলীগ নেতা ওয়ালদি হোসেন।

এসময় বক্ততারা অভিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে মুক্তিযোদ্ধা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস ছালাম খানকে পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আমতলা এলাকার ঈদগার বকুলতলা নামক স্থানে দুই দফায় বেদম মারপিঠ করা হয়।

pirojpur

তারাবুনিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চু এবং শাহ আলম তাদের সহযোগীদের নিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও মুক্তিযোদ্ধা ছালাম খানকে মারধর করেন। পেটানোর এক পর্যায়ে যখন ছালাম খান জ্ঞান হারিয়ে ফেলেন তখন তাকে ভান্ডারিয়া হাসপাতালে এনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কথা বলে ভর্তি করে তারা পালিয়ে যান।

খবর পেয়ে স্বজনরা এসে চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে গেলে মঙ্গলবার ভোর রাতে তার মৃত্যু হয়। মঙ্গলবার ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজের আনুষ্ঠানিকতা শুরু হলে খবর পেয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল কুদ্দুস ও ওসি কামরুজ্জামান আব্দুস ছালামের কফিনে রক্ত দেখতে পান।

এসময় তারা মরদেহের ময়নাতদন্তের জন্য বললে রাজাপুর থানা পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ ঝালকাঠীতে পাঠায়।

পরে এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ বাদী হয়ে মোস্তাফিজুর রহমান বাচ্চু মেম্বার ও তার সহযোগী শাহ আলম ওরফে আলোসহ ১১ জনকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।