ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা-কর্মী গ্রেফতার


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৬ নভেম্বর ২০১৬

মোটরসাইকেল ছিনতাই ও মারামারির অভিযোগে মাগুরায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন, ছাত্রলীগকর্মী সাদ্দাম হোসেন ও সাক্ষরকে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। বুধবার পৃথক মামলার আসামি হিসেবে তাদের আদালতে পাঠানো হয়।

এর মধ্যে মাগুরা-ফরিদপুর সড়কের ওয়াপদা মোড় এলাকায় মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় সাদ্দাম ও সাক্ষরকে এবং হাজীপুর এলাকার মারামারির মামলায় রফিকুল ইসলাম রতনকে আদালতে সোপর্দ করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসুর আদালতে আসামিদের জামিন আবেদন করা হলে সাদ্দাম ও সাক্ষরের জামিন আবেদন নামঞ্জুর হয়। তবে মারামারি মামলায় রফিকুল ইসলাম রতনকে জামিনে মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বিগ্ন হয়ে ছাত্রলীগের একটি গ্রুপ মঙ্গলবার রাতে সদর থানায় ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। উত্তেজনার একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা থানা এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

মো. আরাফাত হোসেন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।