সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের ছাড় নয় : সেতুমন্ত্রী


প্রকাশিত: ১০:৪২ এএম, ১৬ নভেম্বর ২০১৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংখ্যালঘুদের ওপর হামলার ব্যাপারে সরকার খুব কঠোর। এ ঘটনার সঙ্গে এমপি, মন্ত্রী, দলীয় নেতা যেই জড়িত হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। আগে দেখা হবে তার অপরাধটা কী।
 
বুধবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

ওবায়দুল কাদের বলেন, বিএনপি কারফিউ গণতন্ত্রের ভেতর দিয়ে ক্ষমতায় এসেছিল। সুতরাং তাদের দলের ভেতরই গণতন্ত্র নেই, তারা মিথ্যাচারের ওপর ভর করে এখন রাজনীতি করছে। তারা সহিংসতার পথ বেছে নিয়ে গণতন্ত্রের সঙ্গে তামাশা করছে।

এ সময় পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আযম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, পৌর মেয়র আনোয়ার আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
 
আল-মামুন সাগর/আরএআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।