গাইবান্ধা কারাগারে থাকা দুই সাঁওতালের জামিন


প্রকাশিত: ১১:১১ এএম, ১৭ নভেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারে হামলা ও পুলিশ আহতের ঘটনায় দায়েরকৃত মামলায় কারাগারে থাকা দুই সাঁওতালের জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হক এই জামিন আদেশ দেন। জামিনপ্রাপ্তরা হলেন বিমল কিসকো ও চরণ সরেন।

এর আগে গত ৬ নভেম্বর তাদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু অসুস্থ থাকায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তারা। পরে মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত দুই সাঁওতালকে গাইবান্ধার কারাগারে পাঠায় পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা শাখার সাধারণ সম্পাদক আনিছ মোস্তফা তোতন বিষয়টি নিশ্চত করে জাগো নিউজকে জানান, কারাগারে থাকা দুই আসামির জামিনের চেয়ে আদালতে আবেদন করা হয়। পরে বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

তিনি আরো জানান, জামিনের কাগজ কারাগারে পাঠানো হয়েছে। কারাগার কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই-বাছাই করছে।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, কারাগারে থাকা দুই আসামি জামিনের সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তাদের জামিনের কাগজ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে বসতি গড়া সাঁওতালদের চিনিকলের শ্রমিক-কর্মচারীরা তুলে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল নিহত এবং ৩০ জন আহত হয়। এছাড়া এই ঘটনায় ৯ পুলিশ তীরবিদ্ধ হন। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় চরণ সরেন ও বিমল কিসকোসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

জিল্লুর রহমান পলাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।