মেজর জিয়া পরিচয়ে চাঁদা দাবি


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

সর্বহারা নেতা মেজর জিয়া উদ্দিনের পরিচয় দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেনসহ কয়েকজন নেতার কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে।

বুধবার রাতে এ ঘটনায় মঠবাড়িয়া থানায় পৃথক জিডি করা হয়েছে। ০১৬৩১৬৪৪৩৩৭ ও ০১৬১২৫৫৮৭৭ নম্বরের মোবাইল ফোন থেকে আলাদা আলাদা ভাবে আফজাল হোসেন ও আলমগীর শরীফের কাছে ১০ লাখ টাকা করে চাঁদা চেয়ে ০১৮৬৭১৯৮১৮৯ নম্বরে বিকাশ করার জন্য বলা হয়েছে। চাহিদাকৃত টাকা পাঠাতে ব্যর্থ হলে তাদের জীবন নাশেরও হুমকি দেয়া হয়।

এছাড়াও কয়েক দিন আগে মঠবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি মো. মজিবুর রহমান মুন্সী, বণিক সমিতির সভাপতি মো. শামছুল আলম, ব্যবসায়ী জিএম কামাল ও মুক্তিযোদ্ধা সানু মিয়ার কাছে সর্বহারা পরিচয়ে আলাদা আলাদা ফোন করে চাঁদা দাবি করে। তারা সর্বহারা নেতা মেজর জিয়া উদ্দিনের নেতৃত্বে কাজ করে যাচ্ছেন বলে পরিচয় দেয়। এ ঘটনার পর থেকে রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজু রহমান বলেন বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে দেখা হচ্ছে।

হাসান মামুন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।