চন্দনের বাঁচার আকুতি


প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৭ নভেম্বর ২০১৬

বাঁচতে চায় স্কুলছাত্র চন্দন দে (১৬)। দুরারোগ্য ফুসফুস ক্যাসারে আক্রান্ত চন্দনের চিকিৎসার জন্য ৩০ থেকে ৪০ লাখ টাকার প্রয়োজন। কিন্তু টাকার অভাবে চন্দনের চিকিৎসা করাতে পারছেন না পরিবার।

চট্টগ্রাম মহানগরীর আসকারদিঘী পাড়ের ছালেহু জহুর সিটি কর্পোরেশন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চন্দন দে।

চন্দনের রোগের চিকিৎসার জন্য দেশে অপারেশন করা খুবই ঝুঁকিপূর্ণ। বিদেশে চিকিৎসার করানো গেলে চন্দনের বেঁচে থাকার নিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছেন চিকিসকরা।

তবে এই রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা দরকার হবে বলে জানান চিকিৎসকরা।

কিন্তু মেধাবী ছাএ চন্দনের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চিকিৎসাব্যয় বহন করতে ইতোমধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবার।

নগরীর আসকারদিঘীর পাশে ভাড়া বাসা নিয়ে বসবাস করেন চন্দনের পরিবার। বর্তমানে টাকার অভাবে চন্দনের চিকিৎসা করাতে পারছে না তারা। তাই সন্তানের চিকিৎসা করাতে সাহায্যের আকুতি জানিয়েছেন বাবা-মা।

একদিকে সন্তানের চিকিৎসা অন্যদিকে সংসারের ব্যয়ভার নিয়ে অসহায় হয়ে পড়ছে চন্দনের বাবা। তাই চন্দনের চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান ও বিওবান ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করছেন তিনি।

চন্দনের চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন- এই মোবাইল নম্বরে (০১৮১২১০০৩৯৭)।

এছাড়া ডাচ-বাংলা ব্যাংক জুবলি রোড় শাখা, হিসাব নং-১৪২১৫১০০১৫৮৮৭, বিকাশ নং ০১৮১৮১৫৪৫৮৫-এ সাহায্য পাঠানো যাবে।

জীবন মুছা/এএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।