সাঁওতালপল্লীর ঘটনা জঘন্যতম : কাদের সিদ্দিকী


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২০ নভেম্বর ২০১৬

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নাসিরনগরের ঘটনার চেয়ে সাঁওতালপল্লীতে জঘন্যতম ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের মধ্যেই একটি মহল আওয়ামী লীগকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

রোববার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। কাদের সিদ্দিকী উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুরপাড়ার সাঁওতালপল্লী পরিদর্শন করেন।  

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বিজ্ঞ মানুষ। তিনি সবই বোঝেন তাকে সজাগ হতে হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার না করলে আওয়ামী লীগকে পরে পস্তাতে হবে।

এ সময় বঙ্গবীর কাদের সিদ্দিকী ক্ষতিগ্রস্ত সাঁওতালদের খোঁজ-খবর নেন এবং তাদের সুখ-দুঃখের কথা শোনেন।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।