ঝালকাঠিতে ট্রাকচাপায় সমাপনী পরীক্ষার্থী নিহত


প্রকাশিত: ০১:১২ পিএম, ২০ নভেম্বর ২০১৬

ঝালকাঠিতে সমাপনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে ট্রাকচাপায় নাদিয়া (১০) নামের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী নিহত হয়েছে।

রোববার দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত নাদিয়া ড্রেজার ব্যবসায়ী নাসির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা শেষে মায়ের সঙ্গে অটোরিকশায় করে বাসায় ফিরছিল নাদিয়া।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে বিপরীতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে নাদিয়ার মাথা ফেটে ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত শিশু নাদিয়ার মা অজ্ঞান হয়ে পড়েন।

ঝালকাঠি সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সরোয়ার বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শহরের ডাক্তারপট্টি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।