ঝালকাঠির এমপির বিরুদ্ধে প্রতারণার মামলা
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুনের বিরুদ্ধে এক কোটি টাকার চেক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জাতীয় পার্টি (জেপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান মামলাটি আমলে নিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি এমপি বজলুল হক হারুনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী এসএম শওকত হোসেন জানান, এর আগে খলিলুর রহমান আসামির বিরুদ্ধে আরও একটি এক কোটি টাকার চেক প্রতারণার মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় আসামি সিএমএম আদালত থেকে জামিন নেন। মামলাটি ঢাকার বিশেষ জজ ১০ নং আদালতে বিচারাধীন রয়েছে। আগামী ২৯ নভেম্বর এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে।
তিনি আরও জানান, আজকের মামলায় বিচারক আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। যার নম্বর -৪৬০২/১৬। আগামী ৭ ফেব্রুয়ারি এ মামলায় আসামিকে আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে।
মামলার আরজি থেকে জানা যায়, আসামি বজলুল হক হারুন ব্যবসায়িক প্রয়োজনে বাদীর নিকট থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেয়। আসামি বাদীর ধারের টাকা আংশিক পরিশোধ করার জন্য গত ২৫ সেপ্টেম্বর এক কোটি টাকার একটি চেক প্রদান করেন।ওই চেকের টাকা বাদী যমুনা ব্যাংক বনানী শাখায় উত্তোলন করতে গেলে গত ২৬ সেপ্টেম্বর চেকটি ‘ডিজঅনার’ হয়। বাদী বিষয়টি আসামিকে জানালে আসামি বাদীকে টাকা না দিয়ে ঘুরাতে থাকে। পরবর্তীতে বাদী বাধ্য হয়ে রোববার এন আই অ্যাক্টের ১৩৮ ধারা মোতাবেক মামলা দায়ের করেন।
আতিকুর রহমান/আরএআর/আরআইপি