মোহাম্মদ আলীর ৪০০ বিয়ে


প্রকাশিত: ০৮:১০ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মৃত ফারাতুল্লা শেখের ছেলে মোহাম্মদ আলী। বয়স ৬০ বছর। স্ত্রী ও ৫ সন্তান নিয়ে তার সংসার। দীর্ঘ ৩০ বছরে ঘটকালী করে ৪০০টি বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

ঘটক মোহাম্মদ আলী জানান, ৪০০টির মধ্যে ২৮১টি নিতান্তই গরিব পাত্রপাত্রী। তাদের কাছে কোনো বকশিস নেননি। বাকিগুলোর ক্ষেত্রে দিনমজুরি হিসেবে দুইশো টাকা। এ ছাড়া অনেকে খুশি হয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা বকশিস দেন।

জীবনে ৫০০ বিয়ের ঘটকালী করবেন বলে লক্ষ্য স্থির করেছেন মোহাম্মদ আলী। তার বিশ্বাস ৫০০ বিয়ের ঘটকালী করলে আল্লাহ তাকে বেহেশত দান করবেন। তার ঘটকালী করা বিয়ে ভেঙে যাওয়ার খবর পেলে তিনি একদিন রোজা রেখে পাপ মোচন করেন।

ঘটকালীর পাশাপাশি কখনো ছাতা মেরামত, কখনো ভাঙা হাঁড়িপাতিল জোড়াতালি দেওয়া, শিলপাটি কুটা, নারিকেল গাছ পরিষ্কার করা, পুরাতন লোহা জাতীয় দ্রব্য কিনে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রীর মৃত্যর পর দ্বিতীয় বিয়ে করেছেন মোহাম্মদ আলী। তিনি ৫ সন্তানের জনক। ৫০০ বিয়ে পূর্ণ করার জন্য তিনি সবার দোয়া চেয়েছেন।

উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, মোহাম্মদ আলী ঘটক হিসেবে এলাকায় ব্যাপকভাবে পরিচিত। ছেলে-মেয়েদের বিয়ে দেওয়ার জন্য অনেকেই তার স্মরণাপন্ন হন।

এমন কী এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউল আলমকেও তিনি বিয়ে দিয়েছেন। এ ছাড়া তার মাধ্যমে অনেক প্রবাসীও বিয়ে করেছেন।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।