ঝালকাঠিতে গণহিস্টোরিয়ায় ১৭ ছাত্রী হাসপাতালে


প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২১ নভেম্বর ২০১৬

গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আক্রান্তরা হলো- ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, ইনতান আক্তার, সানজিদা আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী লিসা আক্তার, সাবিনা আক্তার, সুখি আক্তার, মুনা ইসলাম, লামিয়া আক্তার, শামীমা আক্তার, নবম শ্রেণির ছাত্রী লিমা আক্তার, ফরিদা আক্তার বৃষ্টি, মহুয়া আক্তার, সুমি আক্তার, তন্নি আক্তার ও সুলতানা আক্তার লাবনী।

ওই স্কুলের শিক্ষক জেসমিন বেগম জানান, প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তারের মাথা ঘুরে ও বমিবমি ভাব অনুভব করে সে অচেতন হয়ে পড়ে। এরপর ক্রমান্বয়ে ওই বিদ্যালয়ের ১৭ ছাত্রী অচেতন হয়। এদের  ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম ফরহাদ বলেন, ছাত্রীরা গণহিস্টোরিয়া রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রথম লক্ষণ হলো শরীরে অস্থিরতা অনুভব করে শ্বাসকষ্ট, খিচুনি, বমিবমি ভাব শুরু হয়ে অচেতন হয়ে পড়া। হাসপাতালে নিয়ে আসার পরে তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে।

আতিকুর রহমান/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।