বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতিকালে আটক ৫


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২১ নভেম্বর ২০১৬

ঝালকাঠির ডাক্তারপট্টি মুসলিম গিনি হাউজে বোমা ফাটিয়ে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি জুয়েলারি সমিতির সভাপতি দেবব্রত কর্মকার দেবু জানান, সন্ধ্যা ৭টার কিছু আগে মোটরসাইকেলে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে কয়েকজন। এসময় তারা মুখোশ পরেই দোকানের মধ্যে বোমার বিস্ফোরণ ঘটায়। দোকানে থাকা কর্মচারী ও মালিক আতঙ্কিত হলে বাইরেও শুনতে পায় বোমা বিস্ফোরণের শব্দ।

মুসলিম গিনি হাউজের রাস্তার সামনে ডাকাতরা ব্যারিকেড দিয়ে বোমার বিস্ফোরণ ঘটাতে থাকে। আতঙ্কে ব্যবসায়ীরা এদিক সেদিক ছোটাছুটি শুরু করে।

কিছুক্ষণের মধ্যে মোটরসাইকেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এতে জুয়েলারির কারিগর সমিতির সভাপতি সুরেশ দাস আহত হন।

ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, নারীসহ ডাকাত চক্রের পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি চাপাতি, বেশ কিছু স্বর্ণালঙ্কার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।

আতিকুর রহমান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।