সাঁওতালদের ধান কাটার বিষয়ে সিদ্ধান্ত আজ


প্রকাশিত: ০২:১৮ এএম, ২২ নভেম্বর ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের রোপণ করা ১০০ একর জমির পাকা রোপা আমন ধান কাটার সিদ্ধান্ত আজ মঙ্গলবার নেয়া হবে। সিদ্ধান্ত হলে আজ থেকেই ধান কাটা শুরু হবে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে তিনি চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ নিয়ে সাঁওতাল পল্লি (মাদারপুর চার্চ) এলাকায় গিয়েছিলেন। সেখানে গিয়ে সাঁওতালদের জমি থেকে ধান কেটে আনা ও যেসব জমিতে পানি দেয়ার দরকার- সেসব জমিতে পানি দেয়ার প্রস্তাব দেয়া হয়।

এ সময় উপস্থিত সাঁওতাল নেতারা জানান, ১০০ একর জমিতে সম্মিলিতভাবে ধান চাষ করা হয়েছে। তাই কীভাবে তারা ধান কাটবেন- সে বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নেয়া হবে।  

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রতকুমার সরকার জানান, হাইকোর্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে ধান কাটার নির্দেশ রয়েছে। প্রশাসন ও রংপুর চিনিকল কর্তৃপক্ষ সাঁওতালদের সঙ্গে আলোচনা করেছেন। সাঁওতালদের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে মঙ্গলবার থেকে ধান কাটা শুরু হবে।

রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল জানান, খামারের প্রায় ১০০ একর জমিতে সাঁওতালরা ধান চাষ করেছেন। সুশৃঙ্খলভাবে ধান কাটতে সাঁওতালদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তবে এ বিষয়ে তাদের পক্ষ থেকে মঙ্গলবার সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। সিদ্ধান্ত হলে মঙ্গলবার সম্ভব না হলেও বুধবার থেকে ধান কাটা শুরু হবে।

তিনি আরও জানান, সাঁওতালরা যে যেভাবে জমিতে আমন ধান রোপণ করেছিল ঠিক সেভাবেই তারা ধান কাটবে। আর যদি সাঁওতালরা ধান না কাটতে চায়, তাহলে মিলের শ্রমিক দিয়ে ধান কেটে সাঁওতালদের বুঝিয়ে দেয়া হবে।

তবে সাহেবগঞ্জ বাগদা ফার্ম আদিবাসী ভূমি উদ্ধার কমিটির সহ-সভাপতি ফিলিমন বাসকে জানান, এসব জমিতে ব্যক্তিগতভাবে কোনো সাঁওতাল ধান চাষ করেননি। কমিটির নামে সংঘবদ্ধভাবে রোপা আমন ধান চাষ করা হয়েছে। কমিটির সিদ্ধান্তমোতাবেক ধান কাটা হবে। তবে ধান কাটার বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। এছাড়া এখনও অনেক জমির ধান পাকতে বাকি আছে। মঙ্গলবার ধান কাটার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলে প্রশাসনকে জানানো হবে।  

তবে সাধারণ সাঁওতালদের সঙ্গে কথা বললে তারা জানান, তাদের আবাদি জমির চারপাশে রংপুর চিনিকল কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে, যা তাদের স্বাভাবিক চলাচল বিঘ্নিত করছে। সুতরাং ধান কাটার আগে চিনিকল কর্তৃপক্ষের দেয়া কাঁটাতারের বেড়া অপসারণ করা হোক।

জিল্লুর রহমান পলাশ/আরএআর/এনএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।