ডাকাত সর্দার নিহত হওয়ায় আনন্দ মিছিল


প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৪ নভেম্বর ২০১৬

আমতলীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বরগুনার ডাকাত দলের সর্দার আ. জব্বার (৪৫) নিহত হওয়ায় আনন্দ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে সর্দার জব্বার খবর শুনে আনন্দ মিছিল বের করে আমতলী উপজেলার কলাগাছিয়া ও হরিদ্রাবাড়িয়া গ্রামের অর্ধ সহস্রাধিক সাধারণ মানুষ।

এর আগে বুধবার রাত অভিযান চালিয়ে এক সহযোগীর বাড়ি থেকে ডাকাত সর্দার আব্দুল জব্বারকে আটক করে পুলিশ। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে তার (জব্বারের) সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে জব্বারের সহযোগীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় জব্বারকে আটক করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নিহত ডাকাত সর্দার আব্দুল জব্বারের বিরুদ্ধে বরগুনা সদর থানা ৫টি, আমতলী থানায় ১১টি মামলাসহ দেশের বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতি মামলাসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের ঘটনায় আব্দুল কুদ্দুস (৩২), মো. মামুন (৩৯), মো. হাবিবুর রহমান (৪০) ও আবুল কালাম (৫৮) নামের চার পুলিশ সদস্য আহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

কলাগাছিয়া ও হরিদ্রাবাড়িয়া গ্রামের নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, কলাগাছিয়া ও হরিদ্রাবাড়িয়া গ্রামে এক আতঙ্কের নাম ছিল জব্বার ডাকাত। জব্বারের ভয়ে এলাকাবাসী মুখ খোলার সাহস পেতনা। জব্বার তার বাড়িতেও নিয়মিত থাকত না। বিভিন্ন সময় দলবল নিয়ে এলাকায় ডাকাতিসহ নানা ধরনের অপরাধ করে আবার পালিয়ে যেতো। জব্বার নিহত হওয়ায় এলাকাবাসী মুক্তি পেয়েছে বলেও জানান তারা।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।