তৃতীয় দিনে ৬৭ বস্তা ধান দেয়া হলো সাঁওতালদের


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৬

উচ্চ আদালতের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের ৩০ একর জমিতে সাঁওতালদের চাষ করা রোপা আমন ধান কাটা তৃতীয় দিনের মতো শেষ হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ধান কাটার পর দুই মণ ওজনের ৬৭ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেয়া হয়েছে।

শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কর্তন করা প্রায় ১০ একর জমির ৬৭ বস্তা ধান সাঁওতাল নেতা আনসেল হ্রেমব্রমের নেতৃত্বে সাঁওতালদের কাছে বুঝিয়ে দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার প্রথমদিনে আড়াই একর জমির ২৬ বস্তা ধান ১৭ জন সাঁওতালের কাছে ও শুক্রবার ৫৬ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেয়া হয়। এ নিয়ে গত তিনদিনে সাড়ে ২১ একর জমির ১৪৯ বস্তা ধান সাঁওতালদের দেয়া হলো।

রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার চিনিকলের শতাধিক শ্রমিক-কর্মচারী স্বেচ্ছাশ্রমে খামারের প্রায় ১০ একর জমির ধান কাটা হয়। পরে ধান মাড়াই করে ৬৭ বস্তা ধান তালিকা অনুযায়ী সাঁওতাল নেতা আনসেল হ্রেমব্রমকে বুঝিয়ে দেয়া হয়।

তিনি আরো জানান, বাকি জমির ধান কাটতে কয়েকদিন সময় লাগবে। সাঁওতালদের রোপণ করা ধান পর্যায়ক্রমে কেটে তালিকা অনুযায়ী তাদের বুঝিয়ে দেয়া হবে।


জিল্লুর রহমান পলাশ/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।