মাগুরায় বিরোধের জেরে যুবক নিহত
মাগুরায় জমি নিয়ে বিরোধের জেরে ওবায়দুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়।
নিহত ওবায়দুল (২৫) শ্রীপুর উপজেলার শাবগাছা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী ওয়াপদা বাজার এলাকায় চাচা জিল্লু রহমানের নেতৃত্বে কয়েকজন ওবায়দুলকে লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সোমবার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওবায়দুলের মৃত্যু হয়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরাফাত হোসেন/এফএ/এমএস