লালমনিরহাটে আ.লীগের ৩ বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

লালমনিরহাট জেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৫ টায় লালমনিরহাট জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।

এদিকে জেলা পরিষদ নিবার্চনে ক্ষমতাসীন দলের বাইরে অন্য কোন দল অংশ না নিলেও লালমনিরহাটে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটার্নি অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে।

তারা হলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পাটোয়ারী ভোলা ও জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
 
জানা গেছে, লালমনিরহাটের ৫ উপজেলায় দুটি পৌরসভাসহ ৪৫ টি ইউনিয়ন মিলে জেলা পরিষদ নিবার্চনে মোট ভোটার সংখ্যা ৬২৬ জন। এতে মোট ৮৪ টি মনোনয়নপত্র বিক্রি হয়।

বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত চেয়ারম্যান পদে চারজনের মনোনয়নপত্র জমা দানের বিষয়টি নিশ্চিত করে জেলা নিবার্চন কর্মকর্তা ফজলুল হক।

রবিউল হাসান/এএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।