তথ্য ফাঁস : শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন প্রধান শিক্ষক


প্রকাশিত: ০৩:৩৯ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বুখইতলা বান্ধবপাড়া সম্মিলিত (বিবিএস) মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা ফাঁস করায় এসএসসি পরীক্ষার্থী শফিকুল ইসলামকে (১৬) পিটিয়ে আহত করেছেন  প্রধান শিক্ষক মাহাফুজুর রহমান।

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থী শফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদিন যাবৎ চিকিৎসাধীন রয়েছে।

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া সম্মিলিত (বিবিএস) মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি এসএসসির ফরম পূরণে ৫৮ জন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে স্কুল কর্তৃপক্ষ। প্রধান শিক্ষকের নির্দেশে বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের কাছ থেকে ৫ হাজার, দুই বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে ১০ হাজার এবং তিন বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করে স্কুল কর্তৃপক্ষ।

গত ২০ নভেম্বর বুখইতলা গ্রামের দিনমজুর আবুল কালাম হাওলাদারের ছেলে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দুই বিষয়ে অকৃতকার্য শফিকুল ইসলামের কাছে প্রধান শিক্ষক ১৫ হাজার টাকা দাবি করলে তার অভিভাবকরা অনেক অনুনয় বিনয় করে ১০ হাজার টাকা দিয়ে ফরম পূরণ করে।

ওই শিক্ষার্থী ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের কথা স্থানীয় লোকজনের কাছে ফাঁস করলে শনিবার দুপুরে প্রধান শিক্ষক মাহাফুজুর রহমান ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নিয়ে দুই শিক্ষকের উপস্থিতিতে পিটিয়ে আহত করে।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা সাংবাদিকদের জানান, বাছাই পরীক্ষায় সকল বিষয়ে উত্তীর্ণদের কাছ থেকে ৫ হাজার টাকা ও শিক্ষার্থী রাশেদুল, রাবেয়া, কারিমা, মিরাজ ও সলেমানের কাছ থেকে ফরম পূরণে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা আদায় করেন প্রধান শিক্ষক।

আহত শিক্ষার্থীর মা কহিনুর বেগম অভিযোগ করেন তার ছেলের ফরম পূরণের টাকা বাবার বাড়ি থেকে ধার করে ও সেচ মেশিন বিক্রি করে সংগ্রহ করেছি।

অভিযোগ সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাফুজুর রহমান অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করলেও ওই স্কুলছাত্র গত কয়েকদিন ধরে স্কুলে না আসায় তাকে কিল-থাপ্পর মারার কথা স্বীকার করেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ অতিরিক্ত অর্থ আদায় ও মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এসএসসি ফরম পূরণের জন্য শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি হচ্ছে সাধারণ বিভাগ ১৩৮৫ ও বিজ্ঞান বিভাগের জন্য ১৩৯৫ টাকা।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।