সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশিত: ০৭:০৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট-রুপসা পুরাতন সড়কে যাত্রাপুর ইউনিয়নের রাংদিয়া কলেজিয়েট স্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের আনাম জমাদ্দারের ছেলে তান্না জমাদ্দার (১৭) ও মশিদপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সাকিব (১৫) ও একই ইউনিয়নের খলশী গ্রামের সুভাষ দাসের ছেলে অমিত দাস (১৭)।

এদের মধ্যে অমিত দাসকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

রাংদিয়া কলেজিয়েট স্কুলের শিক্ষক বিষ্ণুপদ পাল জানায়, অমিত ও তান্না রাংদিয়া কলেজিয়েট স্কুলের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। অপর নিহত সাকিব তান্নার আত্মীয়। সে এবছর জেএসসি পরীক্ষা দিয়েছে। সে তান্নাদের বাড়ি বেড়াতে এসেছিলো।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খান জানান, যাত্রাপুরের আফরা গ্রাম থেকে নিহতরা মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে আসছিলো। রাংদিয়া কলেজিয়েট স্কুলের কাছে বিপরিতমুখী একটি বালু বোঝাই ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

আশঙ্কাকাজনক অবস্থায় তান্না ও সাকিবকে বাগেরহাট সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর আহত অমিতকে বাগেরহাট সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

পরে সেখান থেকে অমিতকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি জানান।

শওকত আলী বাবু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।