বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১১ ডিসেম্বর ২০১৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে গুলি করে আসাদুজ্জামান (২৫) নামে বাংলাদেশি যুবককে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হত্যার পর যুবকের মরদেহ নিয়ে গেছে তারা।  

রোববার ভোরে দুর্গাপুর সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকার আবুল হোসেনের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, বিএসএফ ক্যাম্পের সদস্যরা রোববার ভোরে আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৪ নং মেইন পিলারের কাছে টহল দিচ্ছিল। এ সময় বাংলাদেশি যুবক গরু আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই যুবক। পরে তার মরদেহ টেনে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, সীমান্ত দিয়ে গরু পারাপার করার সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ ঘটনায় বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

রবিউল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।