ফেসবুকের কল্যাণে শীতবস্ত্র পেল ৬ শতাধিক পরিবার


প্রকাশিত: ১১:০২ এএম, ১২ ডিসেম্বর ২০১৬

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে অসহায়, দুস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের এক ঝাঁক তরুণ।

গত শুক্রবার `আমাদের সিরাজগঞ্জ` নামে একটি ফেসবুক টিম সিরাজগঞ্জের যমুনার দুর্গম চরাঞ্চলের ৬ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে ৪০০ পিস কম্বল ও প্রায় ২০০ পিস পুরাতন কাপড় বিতরণ করেছে তারা।

Mamun

সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ, চৌহালী, বেলকুচির বেশ কয়েকটি দুর্গম চরসহ জেলার প্রতিটি উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে কিছু শীতবস্ত্র বাড়ি-বাড়ি গিয়ে দিয়েছে টিমটি।

কার্যক্রমে অংশ নেন `আমাদের সিরাজগঞ্জ` ফেসবুক গ্রুপ ও পেজের এডমিন জিল্লুর তালুকদার, রেজওয়ান রাজু, সাংবাদিক মামুন বিশ্বাস, তানিম তূর্য, ফটোসাংবাদিক এনামুল হাসান মিশু, সাংবাদিক শাকিল আতিক, কুদরত-ই-ইলাহী, তারেক হাসান, রিগান ও সাদাত মোস্তফা সাদাফ।

Mamun

এছাড়া মানিক হাসান, সাজিদ হাসান মুন, কচি, আদনান মুক্তা, ইমরান হাসমির, সজ্জাদ হোসাইন, জিবি মানিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে এডমিন জিল্লুর তালুকদার জানান, ফেসবুক ও নিকট আত্নীয়দের মাধ্যম টাকা সংগ্রহ করে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র সফলভাবে বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। আমাদের টিম মেম্বাদের নিঃস্বার্থ পরিশ্রমের ফলে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।

Mamun

তিনি আরো জানান, ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সিরাজগঞ্জবাসীর সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিক মামুন বিশ্বাস জানান, সকলের সর্বাত্মক সহযোগিতায় আমাদের টিম সব সময় এ অসহায় মানুষদের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।