সিরাজগঞ্জে ৯০ লিটার মদসহ যুবক আটক


প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৬
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের কামারখন্দে ৯০ লিটার চোলাই মদসহ আব্দুর রশিদ নামে (২৭) এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে কামারখন্দ উপজেলার পাইকোশা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রশিদ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালশিন গ্রামের ইমান আলীর ছেলে। কামারখন্দ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ তাড়াশ থেকে ধানের বস্তার ভেতরে কৌশলে মদ নিয়ে রিকশাযোগে কামারখন্দ যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পাইকোশা বাজারে অবস্থান নিয়ে চোলাই মদসহ তাকে আটক করে। এ বিষয়ে কামারখন্দ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।