বিয়ে করতে চাওয়ায় প্রেমিকাকে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের দাবিতে প্রেমিকের ভগ্নিপতির বাড়িতে অবস্থান নেয়ায় খাদিজা খাতুন (১৮) নামে এক তরুণীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাতে শাহজাদুর উপজেলার ধরজামতৈল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে।
নিহত তাঁতের চড়কা শ্রমিক খাদিজা এনায়েতপুর থানার ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে।
এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, খাদিজার সঙ্গে একই এলাকার সুতার দোকান কর্মচারী ইউসুফের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বেশ কিছুদিন ধরে খাদিজা বিয়ের জন্য চাপ দিলে অপারগতা প্রকাশ করে ইউসুফ। অবশেষে বাধ্য হয়ে মঙ্গলবার সকালে ধর জামতৈল গ্রামে ইউসুফ আলীর বোন জামাইয়ের বাড়ি গিয়ে ওঠে খাদিজা। সন্ধ্যায় প্রেমিকের আত্মীয়-স্বজন তাকে বেদম মারপিট করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে। খবর পেয়ে মেয়ের বাবা বাড়ি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মেয়ের ভাই বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস